গোলের দেখা নাই : এগিয়ে চলো ও রামকৃষ্ণ ক্লাবের ম্যাচও গোলশূন্য ড্র

গিয়ে চলো সংঘ: ০

রামকৃষ্ণ ক্লাব: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর।। দ্বিতীয় ম্যাচেও গোলের খরা। তিন কাঠিতে জাল আজও নড়েনি। মাঠে দর্শকরা বলাবলি করছেন “গোলের দেখা নাই …”। সুপার লিগের উদ্বোধনী ম্যাচের মত আজ মঙ্গলবার দ্বিতীয় খেলাটিও ড্র তে নিষ্পত্তি হয়েছে। এক কথায় চার দলের-ই দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের ম্যাচগুলোর গুরুত্ব এখন লাগাম ছাড়া হয়ে গেলো। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল সুপার  লীগের দ্বিতীয় খেলায় রামকৃষ্ণ ক্লাব ও এগিয়ে চলো সংঘের  ম্যাচটি গোলশূন্য অবস্থায় ড্র তে নিষ্পত্তি হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে  প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দু দলের কেউ তিন কাঠির জালে বল জড়াতে পারেনি। দু দলের আক্রমণ ভাগের খেলার কৌশল নিয়ে কোন সন্দেহ নেই। ‌ পরস্পর বিরোধী দু-দলের খেলোয়াড়রা যথেষ্ট আক্রমণাত্মক খেললেও পাল্টা প্রতিরোধে কেউ গোলের সন্ধান দিতে পারেনি। উপরন্ত ম্যাচের দুই অর্ধে দুই দলের পাঁচ জনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। রামকৃষ্ণ ক্লাবের থৌমাও জাম্পরেজিৎ, ভক্ত পদ জমাতিয়া, বিদ্যা চন্দ্র জমাতিয়া, এগিয়ে চলো সংঘের মোঃ শাহজাহান ও আসিফ আলী মোল্লা হলুদ কার্ড দেখেন। ‌গোলশূন্য ড্র তে নিষ্পত্তি হওয়ায় দুই দল এক-এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, বিপ্লব সিংহ, বিশ্বজিৎ দাস ও তাপস দেবনাথ। পরবর্তী খেলা: ৬ই অক্টোবর ফরোয়ার্ড ক্লাব বনাম রামকৃষ্ণ ক্লাব, বিকেল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।