সিলেকশন ট্রায়াল ঘিরে বয়সভিত্তিক রাজ্য ব্যাডমিন্টন আসরে এন্ট্রি আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর।।আগামী ১৪ ও ১৫ অক্টোবর, অনূর্ধ্ব ১১ বছর এবং অনূর্ধ্ব ১৩ বছর বয়সী বালক-বালিকাদের রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগরতলায়। বয়স ভিত্তিক পাঁচটি বিভাগে যেমন বালক দের সিঙ্গলস, বালিকা দের সিঙ্গলস, বালক দের ডাবলস, বালিকা দের ডাবলস ও মিক্সড ডাবলসে প্রতিযোগিতা হবে। উল্লেখ্য টুর্নামেন্টে যারা যোগদান করতে ইচ্ছুক তাদের অনুরোধ করা হচ্ছে এই ফোন নাম্বার ৯৭৭৪১৪১৬৯৮
এবং ৯৭৭৪০২৯৮৬১ নম্বরে যোগাযোগ করে নাম নথিভুক্ত করার জন্য। এদিকে, ১৫ – ১৮ নভেম্বর কলকাতায় অনূর্ধ্ব ১১ বছর বয়সী বালক – বালিকা দের জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ২১ থেকে ২৪ নভেম্বর ভুবনেশ্বরে অনূর্ধ্ব ১৩ বছর বয়সী বালক – বালিকা দের জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব ১১ এবং ১৩ বছর বয়সী দের রাজ্য প্রতিযোগিতা থেকে জাতীয় প্রতিযোগিতার জন্য রাজ্য দল নির্বাচিত করা হবে, আলাদা করে কোনো নির্বাচন শিবির করা হবে না। ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সচিব সঞ্জীব কুমার সাহা এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *