হ্যাংজউ (চিন), ৩ অক্টোবর (হি.স.) : এশিয়ান গেমসে মহিলা বক্সিঙের ৭৫ কিলোগ্ৰাম শাখার ফাইনালে প্রবেশ করলেন অসম-কন্যা লাভনিনা বড়গোহাঁই।
রিঙে আজ দুর্দান্ত প্রদর্শন করে মহিলাদের ৭৫ কেজি শাখায় অসমের ২৬ বছর বয়সি লাভলিনা বড়গোহাঁই বক্সিং ইভেন্টের ফাইনালে প্রবেশর ছাড়পত্র পেয়েছেন৷ অলিম্পিক পদক বিজয়ী থাইল্যান্ডের বাইসন মানেকনকে হারিয়েছেন লাভলিনা।
এই জয়ের পর লাভলিনা দেশের জন্য স্বর্ণ বা রৌপ্য পদক নিশ্চিত করেছেন। ইতিমধ্যে লাভলিনা বড়গোহাঁই ২০২৪ সালে অনুষ্ঠেয় প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন।
অন্যদিকে, ১৯ বছর বয়সি প্রীতি পাওয়ার তাঁর ৫৪ কেজির সেমিফাইনালে চিনের চ্যাং ইউয়ানের কাছে হেরেছেন। তবে তিনি এশিয়ান গেমসের সেমিফাইনালে ওঠে ইতিমধ্যেই একটি ব্রোঞ্জ পদক এবং একটি অলিম্পিক কোটা নিশ্চিত করেছেন।

