নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ অক্টোবর : সোমবার অর্থাৎ দুই অক্টোবর ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে থেকে পুর পরিষদের উদ্যোগে এক সবুজ স্বচ্ছ ধর্মনগর গড়তে সম্প্রীতি দৌড় অনুষ্ঠিত হয়েছে। এই সম্প্রীতির দৌড় – এর উদ্বোধন করেন পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার। উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ, পুরপরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা ধর্মনগরের এসডিএম বিবেক এইচ কে, তাছাড়া পুর পরিষদের সব কাউন্সিলর, কর্মীরা এবং বিভিন্ন এনজিও থেকে আসা কর্মকর্তারা।
শুধুমাত্র তাই নয়, ধর্মনগরকে সবুজ স্বচ্ছ রাখতে অনেক ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা এই দৌড়ে শামিল হয়। এই দৌড় সকাল ছয়টায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকীর ভবনের সামনে থেকে শুরু হয়ে সারা ধর্মনগর শহরকে পরিক্রমা করে পুনরায় একই স্থান নিয়ে এসে মিলিত হয়। উল্লেখ্য গত ২৪ শে সেপ্টেম্বর থেকে ধর্মনগর পুরো পরিষদ একের পর এক কর্মসূচি পালন করে চলেছে ধর্মনগর শহরকে স্বচ্ছ সুন্দর নির্মল এবং যারা বিভিন্ন কাজের সাথে জড়িত তাদেরকে কেমন করে কাজের মর্যাদা সহকারে সম্মানিত করা যায় তাই নিয়ে। যারা প্রতিনিয়ত ধর্মনগর শহরকে সাফাই করে মানুষের জীবনযাত্রাকে স্বচ্ছ করে রাখছে সেই সব সাফাই কর্মীদেরও পূর্ণ মর্যাদায় সম্মানিত করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার জানান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অনুপ্রেরণায় একের পর এক কাজ করে চলেছে ধর্মনগর পুরো পরিষদ।