রাজভবন অভিযানের ঘোষণা দিল প্রদেশ কংগ্রেস 

আগরতলা, ২ অক্টোবর: জনজাতিদের অধিকার আদায়ের দাবিতে আগামী ২২ নভেম্বর রাজভবন অভিযান করবে প্রদেশ কংগ্রেস। আজ কংগ্রেসের যোগদান সভায় একথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা।

এদিন শ্রী সাহা বলেন, জনজাতিদের উন্নয়ন, পরিকাঠামো ও বিকাশের জন্য আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেস।বছরের পর বছর জনজাতিরা বঞ্চনার শিকার হয়ে আসছে। তাই জনজাতিদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামী ২২ নভেম্বর রাজভবনে অভিযান করবে কংগ্রেস।