নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে বিজয় ঘাটে গিয়ে শাস্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ শাস্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “লালবাহাদুর শাস্ত্রী জিকে তাঁর জয়ন্তীতে স্মরণ করছি। তাঁর সরলতা, দেশের প্রতি নিবেদন এবং ‘জয় জওয়ান, জয় কিষাণ’-এর আইকনিক আহ্বান বর্তমান সময়েও অনুরণিত হয়, প্রজন্মকে অনুপ্রাণিত করে। ভারতের অগ্রগতির প্রতি তাঁর অটল প্রতিশ্রুতি এবং চ্যালেঞ্জিং সময়ে তাঁর নেতৃত্ব অনুকরণীয়। আমরা যেন সবসময় একটি শক্তিশালী ভারতের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে কাজ করি।”