আগরতলা, ২ অক্টোবর : সারা দেশে সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী। আজ সকালে গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করেছেন মন্ত্রী সান্তনা চাকমা। তাছাড়া আজ প্রদেশ কংগ্রেস ভবনে যথাযত মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী পালিত হচ্ছে।
এদিন রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজীর মূর্তির প্রাঙ্গনে মাল্যদান করেছেন মন্ত্রী সান্তনা চাকমা।
তাছাড়া প্রদেশ কংগ্রেসের সকল নেতৃত্বগণ গান্ধীঘাট গিয়ে গান্ধী সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিনের কংগ্রেস ভবনের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাংখল, প্রদেশ মহিলা কংগ্রেস সভা নেত্রী শ্রীমতি সর্বানি ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য প্রদেশ নেতৃত্বগণ।