কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স) : কংগ্রেস নেতা-কর্মীরা মহাত্মা গান্ধী এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে তাঁদের জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন। কংগ্রেসের অধ্যক্ষ মল্লিকার্জুন খাড়গে সোমবার রাজঘাটে অবস্থিত গান্ধীজির মূর্তিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করতে খাড়গে সোমবার বিজয়ঘাটে যান।

গান্ধীকে স্মরণ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স-এ লেখেন, যে সত্য, অহিংসা এবং সম্প্রীতির পথে ভারতকে একত্রিত করার পথ মহাত্মা গান্ধী দেখিয়েছিলেন। সেই মহান ব্যক্তির জন্মবার্ষিকীতে তাঁকে শত শত প্রণাম। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকেও জন্মবার্ষিকীতে স্মরণ করেন রাহুল।
রাহুল গান্ধী শাস্ত্রীকে স্মরণ করে বলেন, “জয় জওয়ান, জয় কিষাণ” স্লোগান দিয়ে শাস্ত্রীজি দেশের দুটি বড় শ্রেণীকে শক্তিশালী করার মহান কাজ করেছিলেন। শাস্ত্রীর দেখানো পথ ভারতের প্রতিটি খেটে খাওয়া মানুষকে তাদের অধিকার পাইয়ে দেয়।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বঢরা জানান, একজন আলো, যিনি বিশ্বকে শান্তি ও সম্প্রীতির পথ দেখিয়েছেন। একটি ধারণা, যা সত্য ও অহিংসাকে মানবতার সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত করেছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে পূর্ণ শ্রদ্ধা জানান। কংগ্রেস সভাপতি খাড়গে সোমবার সংসদ ভবনে বর্ষীয়ান নেতাদের সঙ্গে মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *