তেলেঙ্গানা সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স) : তেলেঙ্গানা সরকার কৃষক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থের দিকে কোনও খেয়ালই রাখছে না। রবিবার তেলেঙ্গানার মাহাবুবনগরে দলের জনসভায় ভাষণে এমনটাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তেলেঙ্গানা সরকারকে কৃষক এবং অনগ্রসর শ্রেণীর স্বার্থকে উপেক্ষা করার অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্য দুটি রাজবংশীয় দল, বিআরএস এবং কংগ্রেস সম্পূর্ণভাবে দায়ী।

এদিন তেলেঙ্গানার মাহাবুবনগরে দলের জনসভায় মোদী বলেন, রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকার কেবল ফাঁকা প্রতিশ্রুতি দিয়েছে। ঋণ শোধের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় অনেক কৃষকের প্রাণ অকালে চলে গেছে। রাজ্যের বিআরএস সরকার সেচ প্রকল্পগুলিকে তাদের কালো টাকার উৎস করেছে। এই প্রকল্পগুলি থেকে রাজ্যের মানুষ সেচের জন্য পর্যাপ্ত জলও ঠিক সময়ে পায়নি। কেন্দ্রীয় সরকারের কৃষক-বান্ধব কাজের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এই বছরের ধান সংগ্রহে ২৭ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। যা ২০১৪ সালের তুলনায় আট গুণ বেশি। কিষাণ সম্মান নিধি থেকে কৃষকদের দেওয়া হয়েছে ১০ হাজার কোটি টাকা। কৃষকদের সহায়তার জন্য রামগুন্টা সার কারখানা পুনরায় চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সম্পর্কে বলেন, তাঁর সরকার এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের জন্য কাজ করেছে। যারা এতদিন অবহেলিত ছিল তাদের কথা মোদী সরকার ভেবেছে।