ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। প্রস্তুতি ম্যাচে জয় পেলো রামকৃষ্ণ ক্লাব। পরাজিত করলো ত্রিপুরা সন্তোষ ট্রফির দলকে। শনিবার বিকেল উমাকান্ত মিনি স্টেডিয়ামে হয় ম্যাচটি। বৃষ্টির জন্য পুরো ম্যাচ না হলেও রামকৃষ্ণ-র ফুটবলাররা সারাক্ষণই দাপটের সঙ্গে খেলেছেন। প্রশ্ন উঠেছে সন্তোষ ট্রফির ত্রিপুরার দল নিয়ে। তৃতীয় শ্রেণীর দল কেনও পাঠানো হচ্ছে সন্তোষ ট্রফির মতো বড় আসরে তা নিয়েই মাঠে গুঞ্জন শোনা যাচ্ছিল এদিন। ত্রিপুরার সম্মান এবছর কতটা থাকবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে প্রস্তুতি ম্যাচে রামকৃষ্ণ ক্লাব জয়লাভ করে ২-০ গোলে। দলের হয়ে ওলেন সিং এবং গোবিন্দস সিং গোল করেন।
2023-09-30