ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ক্যুইজ এগিয়ে চলেছে। বৃহস্পতিবার প্রগতি কোচিং সেন্টারে হয় ক্যুইজ। বিভিন্ন বয়সের ক্রিকেটার মধ্যে এই ক্যুইজ হলেও সেখানে উপস্থিত অভিবাবকরাও উৎসাহের সাথে অংশ নেন। ক্যুইজের শুরুতেই মাস্টার ক্রিকেটারদের পক্ষে বক্তব্য রাখেন আহ্বায়ক হাবুল ভট্টাচার্য, পার্থ সারথি মজুমদার, রাজীব দত্ত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাতীয় রেফারি বাদল চক্রবর্তী এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব ব্যাপকভাবে ব্যাখ্যা করেন। উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্রিকেটার অঙ্কুর দেববর্মা, কমলেশ ভট্টাচার্য, উদয় দেববর্মা, পার্থ দাস ও অরূপ দেববর্মা । পরে ক্যুইজ শুরু হয়।বিভিন্ন বয়সের ক্রিকেটার সাথে অভিভাবকরা দুর্দান্ত উত্তর দিয়ে জমিয়ে দেন এই ক্যুইজ। সমস্ত অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় সহযোগিতা করে গেছেন প্রগতি কোচিং সেন্টারের ক্রিকেট কোচ নয়ন দেববর্মা । সমস্ত অনুষ্ঠান সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান প্রখ্যাত ক্রিকেটার অরূপ দেববর্মা।
2023-09-29

