তিরুবনন্তপুরম, ২৯ সেপ্টেম্বর (হি.স.): নিপা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই সুখবর দিলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। শুক্রবার সকালে তিনি জানিয়েছেন, কেরলে নিপা ভাইরাসে আক্রান্ত ৪ জন রোগীই সুস্থ হয়ে উঠেছেন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “নিপা ভাইরাসে সংক্রমিত হওয়ায় ৯ বছর বয়সী বালক-সহ যে ৪ জন কোঝিকোড়ে চিকিৎসাধীন ছিলেন, তাঁরা সুস্থ হয়ে উঠেছেন। ডাবল নেগেটিভ রিপোর্ট এসেছে (ব্যবধানে দুটি নমুনা পরীক্ষা করা হয়েছে)।”
কেরলের কোঝিকোড়ে জেলায় জেলায় মোট ৬ জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং তাঁদের মধ্যে দু’জন মারা গিয়েছেন। ৯ বছর বয়সী বালক-সহ ৪ জনের চিকিৎসা চলছিল, অবশেষে তাঁরাও সুস্থ হয়ে উঠেছেন। দু’বার তাঁদের টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছেন বলে জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ।

