ক্রীড়া প্রতিনিধি , আগরতলা , ২৯ সেপ্টেম্বর।। ট্রাইবেকারে জয়ী হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নেতাজী ক্রীড়া সংঘ । ট্রাইবেকারে ফরেস্ট এন্ড টিম্বার এসোসিয়েশন দলকে ৪–৩ গোলে হারিয়ে জয়ী হয়েছে নেতাজী ক্রীড়া সংঘ। হাড্ডাহাড্ডি লড়াই করে নির্ধারিত সময়ের মধ্যে উভয় দলের ফলাফল গোল শূন্য । শুক্রবার বিকেলে কাঞ্চনপুর পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত হয় শেষ কোয়াটার ফাইনাল ম্যাচ । দেও ভ্যালী নক আউট ফুটবল টুর্নামেন্টে এদিন মুখোমুখি হয় নেতাজী ক্রীড়া সংঘ বনাম ফরেস্ট এন্ড টিম্বার এসোসিয়েশন। খেলার প্রথমার্ধে শুরু থেকে ছিল টান টান উত্তেজনা। উভয় পক্ষের খেলোয়াড় একাধিকবার সুযোগ পেয়েও গোল করতে পারেনি । ফরেস্ট এন্ড টিম্বার এসোসিয়েশন দলের খেলোয়াড়দের লক্ষভ্রষ্ট শটের করণে গোল করতে পারেনি । অপর দিকে ফরেস্ট দলের গোলরক্ষক প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকে। ফলে নেতাজী ক্রীড়া সংঘ গোল করতে পারেনি । কাঠ ফাটা রোদের মধ্যে খেলার মাঠে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ। তিল ধারণের জায়গা ছিলনা। এই জমজমাট ম্যাচে দ্বিতীয়ার্ধে শেষ ৩০ মিনিট ফরেস্ট এন্ড টিম্বার এসোসিয়েশনকে চাপে রাখে নেতাজী ক্রীড়া সংঘ। ফরেস্ট এন্ড টিম্বার এসোসিয়েশন দলের গোলরক্ষকের কাছে বারবার ব্যর্থ হয়েছে নেতাজী ক্রীড়া সংঘ খেলোয়ার । আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আনন্দমার্গ একাদশ বনাম সুনালী শিবির ( ধর্মনগর) ।
2023-09-29