মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় মাছের চারাপোনা বিতরণ

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা প্রকল্পে আগরতলা পুর নিগমের অন্তর্গত ১৪,১৫,১৬ ও ৩৫ নং ওয়ার্ডের বিভিন্ন  সুবিধাভোগীদের মধ্যে মাছের চারাপোনা বিতরণ করা হয়েছে। এদিন সুবিধাবোগীদের হাতে মাছের চারাপোনা তুলে দিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিন দীপক মজুমদার বলেন, বর্তমানে রাজ্যের মাছের চাহিদা অনুসারে মাছের প্রজননে বিস্তর ফারাক রয়েছে। তাই সুবিধাভোগীদের মধ্যে মাছের চারাপোনা বিতরণ করে মাছের চাহিদা বাড়ানোর প্রচেষ্টা করা।