আগরতলা , ২৮ সেপ্টেম্বর : শারদ উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাবাসীকে বড় উপহার দিয়েছেন। লোকমান্য তিলক- কামাখ্যা এক্সপ্রেস আগরতলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। ফলে, এখন আগরতলা থেকে ট্রেনে চড়ে সোজা মুম্বাই যাওয়া যাবে।
লোকমান্য কামাখ্যা তিলক সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটির চলাচল ত্রিপুরার আগরতলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। গুয়াহাটি ও আগরতলার মধ্যে আমবাসা, ধর্মনগর, বদরপুর, নিউ হাফলং, লামডিং, হোজাই ও চাপরমুখ স্টেশনে স্টপেজ দেওয়া হবে। এই ট্রেনগুলির পরিষেবা উত্তর পূর্বাঞ্চলের দূরবর্তী এলাকাগুলিকে মুম্বাই ও সেকেন্দ্রাবাদের সাথে সংযুক্ত করবে।
লোকমান্য কামাখ্যা তিলক এক্সপ্রেস আগরতলা স্টেশন থেকে বৃহস্পতিবার সকাল ০৬.০০ ঘণ্টায় রওনা দিবে এবং লোকমান্য তিলক স্টেশনে শনিবার বিকেল ০৪.১৫ ঘণ্টায় পৌঁছবে। লোকমান্য কামাখ্যা তিলক এক্সপ্রেস ট্রেনটি লোকমান্য তিলক স্টেশন থেকে রবিবার সকাল ০৭.৫০ ঘণ্টায় রওনা দিবে এবং মঙ্গলবার রাত ০৭.৫০ ঘণ্টায় আগরতলা স্টেশনে পৌঁছবে।
একই ভাবে, সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটির চলাচল দক্ষিণ অসমের শিলচর পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। গুয়াহাটি ও শিলচরের মধ্যে বদরপুর, নিউ হাফলং, লামডিং, হোজাই ও জাগীরোড স্টেশনে স্টপেজ দেওয়া হবে।