ঢাকায় ইন্দো-বাংলা মৈত্রী টেনিস কাপ ও মেডিসিন ক্লিনিক শুরু আগামীকাল থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। ভারত বাংলাদেশ মৈত্রী কাপ ২০২৩ এবং মেগা স্পোর্টস মেডিসিন ক্লিনিক অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০ সেপ্টেম্বর থেকে। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক আসর চলবে ১লা অক্টোবর পর্যন্ত। ইন্দো বাংলা এই আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঢাকায় শেখ জামাল ন্যাশনাল টেনিস কমপ্লেক্সে। মূলতঃ এই আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশ টেনিস ফেডারেশন এর উদ্যোগে। তবে ভারত বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের ব্যবস্থাপনায়। এদিকে রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন  বাংলাদেশের জাহাজ মন্ত্রী মোঃ খালিদ মোহাম্মদ চৌধুরী। উল্লেখ্য তিনি আবার বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতিও। টুর্নামেন্টের ডিরেক্টরের ভূমিকা পালন করবেন দেবপ্রিয় ঋষি দাস। এই আসরে অংশ নিতে অনূর্ধ্ব ১৮ জুনিয়র টিম এবং অ্যামেচার টেনিস টিম উত্তর-পূর্ব ভারত থেকে অংশ নিতে যাচ্ছে।‌দলে প্রথম সারির খেলোয়াররা হলেন শুভ্রনীল বর্মন, অনিরুদ্ধ মুখার্জি, অন্তরীক্ষ তামুলি, অনীষা পান্ডে, তানিশা রায়, ভিকি দেববর্মা, কৃষ্ণকুমার দেববর্মা, মানব কুমার চাকমা, ম্যানেজার প্রণব চৌধুরী। এদিকে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ইন্ডিয়া ভারত বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের সহ-সভাপতি দয়ানন্দকুমার ত্রিপুরা, স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় এবং অন্যান্য কর্মকর্তারা এই ইভেন্টে ঢাকায় অবস্থান করার আমন্ত্রণ পেয়েছেন এদিকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা ও

শাখা থেকে ৪ সদস্যের একটি দলও সেখানে স্পোর্টস মেডিসিন ক্লিনিকে অংশ নিতে যাচ্ছে তারা হলো বীরবর দেবনাথ, অংশুমান দাশগুপ্ত, বিজয় দেবনাথ এবং তানিয়া পাল। সংস্থার সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *