আগরতলা,২৮ সেপ্টেম্বর : গোপন সূত্রের ভিত্তিতে শহরের প্রান কেন্দ্র থেকে উদ্ধার নেশা সামগ্রী। ঘটনায় আটক করা হয়েছে এক নেশা কারবারিকে। ঘটনার বিবরণে জানা গেছে, পূর্ব থানার পুলিশের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল ধলেশ্বর এলাকায় দীর্ঘদিন ধরে এক ব্যক্তি নেশার কারবার করছে। সেই খবরের ভিত্তিতে ওই নেশাকারবারিকে আটক করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ধলেশ্বর সাত নম্বর রোড এলাকায় বাবুল পালের বাড়িতে হানা দেয়। পুলিশের কাছে খবর ছিল ওই বাড়িতেই ভাড়া থাকে রাজু দেববর্মা নামে এক যুবক। সে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে থেকেই এলাকায় নেশার বানিজ্য চালিয়ে যাচ্ছিল। সেই অনুযায়ী পুলিশ ভাড়াটিয়া রাজু দেববর্মার ঘর থেকে ৪৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। বাজার মূল্য ১০ লক্ষ টাকা হবে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ। তার পাশাপাশি ২৮ হাজার টাকা নগদ এবং একটি মোবাইল ও একটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। আটককৃত গাড়িটির নম্বর টিআর০১-বি-ইউ-০৪২৫। এই গাড়িটি দিয়েই সে নেশার কারবার অব্যাহত রেখেছিল বলে জানিয়েছে পুলিশ। এদিকে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাকে জিজ্ঞাসাবাদে তার সঙ্গীদের হদিশ মিলবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ।
2023-09-28