জনগণের অংশগ্রহণেই ইন্দোরের মতো শহরে স্বচ্ছতা ও সবুজায়ন নিশ্চিত হয়েছে : রাষ্ট্রপতি

ইন্দোর, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : জনগণের অংশগ্রহণেই ইন্দোরের মতো শহরে স্বচ্ছতা ও সবুজায়ন নিশ্চিত হয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোরে ইন্ডিয়া স্মার্ট সিটি কনক্লেভ ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার ইন্ডিয়া স্মার্ট সিটি অ্যাওয়ার্ড প্রদান করেন। এই অনুষ্ঠানে তিনি বলেন, আমি অত্যন্ত খুশি যে, ইন্দোর ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে নিজস্ব অবস্থান বজায় রেখেছে। দেশের স্মার্ট শহরগুলির মধ্যে এখন ইন্দোর শীর্ষে রয়েছে। আমি ইন্দোরের সমস্ত বাসিন্দা, জনপ্রতিনিধি, প্রশাসনের আধিকারিক, কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং অন্যান্য সমস্ত স্টেকহোল্ডারদের প্রশংসা করি।

রাষ্ট্রপতি বলেছেন, “মধ্যপ্রদেশ ইন্ডিয়া স্মার্ট সিটিস অ্যাওয়ার্ড কনটেস্ট ২০২২2-এ ‘সেরা রাজ্য’-র গৌরব অর্জন করায়, আমি রাজ্যের সমস্ত বাসিন্দা, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং তাঁর সমগ্র টিমকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। রাজ্যের সমস্ত স্মার্ট সিটিতে যে কাজ হচ্ছে তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিদের আমি প্রশংসা করি।” রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমাদের গোটা দেশকেই নিরাপদ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি জোর দিয়েছেন, জনগণকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে এবং নিজ শহর এবং বাসিন্দাদের প্রতি তাদের কর্তব্য বুঝতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *