আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। ভয়ংকর নেশার কবলে ভাসছে যুবসমাজ। রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করলেও নেশা কারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করে তাদের নেশা বাণিজ্য অব্যাহত রেখেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলাফাং এলাকা থেকে ব্রাউন সুগার সহ দুই নেশা কারবারিকে আটক করল খোয়াই থানার পুলিশ। সঙ্গে নেশা কারবারের কাজে ব্যবহৃত একটি অটো কেও আটক করেছে পুলিশ। ধৃতদের নাম রাজু দেব এবং প্রসেনজিৎ দেব রায়। তাদের বাড়ি সিধাই মোহনপুর থানা এলাকায় । তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে। পুলিশ জানিয়েছে আটক ২ নেশা কারবারিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের নাম ধাম উদ্ধার করার জন্য তৎপরতা চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য খোয়াই শহর, শহরতলী সহ সর্বত্র নেশা কারবারি ও নেশাখোরদের বাড় বাড়ন্তে সাধারণ মানুষের জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়ার উপক্রম। যুবসমাজ নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে। বহু পরিবার তাদের সন্তানকে এই ভয়ংকর পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। এজন্য প্রয়োজন নেশা কারবারি ও নেশাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। শুধু পুলিশ ও নিরাপত্তাকর্মীরাই এ ধরনের ভয়ংকর প্রবণতা থেকে যুবসমাজকে মুক্ত করতে পারবে না। এজন্য প্রতিটি এলাকায় স্থানীয় ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সহ সমস্ত সামাজিক সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ প্রয়াস নিতে হবে। নেশার বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ না করলে অদূর ভবিষ্যতে গোটা সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিক কারণেই ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে এই ভয়ংকর প্রবণতা থেকে মুক্তি পেতে সকলকেই এগিয়ে আসতে হবে।