ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। জোলাইবাড়ি ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টে ২০-তম ম্যাচে আজ, বুধবার লাভামনি ফুটবল একাদশ জয়ী হয়েছে। হারিয়েছে গগনচন্দ্রপাড়া ফুটবল একাদশকে, ন্যূনতম গোলের ব্যবধানে । বিজয়ী দলের হয়ে জয় সূচক গোলটি করে নিলাফ্রু মগ। উত্তেজনাপূর্ণ খেলায় গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় নিলাফ্রু মগ-এর গোলে লাভা মনি একাদশ ১-০ তে লিড নেয়। পরবর্তী সময়ে আর গোল না হওয়ায় নিলাফ্রু মগ-এর গোলটি জয় সূচক গোলের রূপ নেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি শিব শংকর জমাতিয়া। আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের পঞ্চম ম্যাচে ইউনাইটেড পিত্রায় পাড়া ফুটবল ক্লাব খেলবে পূর্ব পিলাক ফুটবল একাদশের বিরুদ্ধে। খেলা শুরু হবে বেলা ২ টায়।
2023-09-27