ইমফল, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরের থউবাল জেলায় অবস্থিত বিজেপির একটি মণ্ডল কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।
জানা গেছে, আজ দুপুরের দিকে থউবাল জেলায় বিজেপির একটি কার্যালয় প্রাঙ্গণে গিয়ে জমায়েত হয় বিশাল জনতার দল। আচমকা জনতার দল কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এছাড়া জনতা কমপ্লেক্সে দণ্ডায়মান একটি মাহিন্দ্রা স্করপিও অফিসের গেট, জানালা এবং উইন্ডশিল্ডও তারা ধ্বংস করে দিয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, চলমান জাতি সংঘর্ষে বিজেপি কার্যালয়ে হামলার ঘটনা এই প্রথম নয়, এর আগে জুন মাসে থউবাল জেলায় বিজেপির তিনটি কার্যালয়ে দুর্বৃত্তরা ভাঙচুর করেছিল।
অন্যদিকে, নিখোঁজ দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় ইমফল উপত্যকায় নতুন করে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি আজ আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। দুই ছাত্রকে হত্যার প্রতিবাদে ইমফল উপত্যকার বিভিন্ন প্রান্তে হাজার হাজার ছাত্র বিক্ষোভ মিছিল করেছে আজ।