BRAKING NEWS

বেহাল রাস্তা, বারবার দাবি জানিয়েও সারাই হচ্ছে না রাস্তা 

আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। বাগমা – গর্জনমুড়া রাস্তার বেহাল দশা নিয়ে ব্যাপক ক্ষোভে ফোঁসছেন এলাকার লোকজন।  বিভিন্ন গ্রামীন এলাকাগুলিতে চোখ রাখলে রাস্তার ভগ্নদশা লক্ষ্য করা যায় প্রতিনিয়ত । কৃষি নির্ভরশীল এলাকার যোগাযোগের রাস্তার বেহাল দশা নিয়ে ব্যাপক ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ শাসকদলের পঞ্চায়েত সদস্য সহ গ্রামের মানুষ। উদয়পুর মহকুমার ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রের ২০ নম্বর বুথ হিসেবে পরিচিত গর্জনমুড়া এলাকা। তার পাশেই রয়েছে ৩৩ কাকরাবন-শালগড়া বিধানসভা। এই গর্জনমুড়া থেকে বাগমা হয়ে আগরতলা- সাব্রুম জাতীয় সড়কের সাথে দীর্ঘ বছর পুরানো একটি পাকা সড়ক রয়েছে। দূরত্ব প্রায় চার কিলোমিটার।

গর্জনমুড়া এলাকাটি বিশেষত কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত। এই রাস্তা ধরেই গর্জনমুড়া এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করেন। এই রাস্তা ধরে অতি সহজেই জাতীয় সড়ক হয়ে বিভিন্ন বাজারের সাথে যোগাযোগ করা যায়। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ প্রায় তিন বছর যাবত এই রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। বর্তমান সময়ে গর্জনমুড়ার সাথে বাগমা হয়ে আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এক প্রকার ছিন্ন হয়ে পড়েছে। রাস্তায় রয়েছে বড় বড় গর্ত। যার ফলে এই রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করতে পারে না। গ্রামের মহিলা- পুরুষ একত্রিত হয়ে ব্যাপক ক্ষোভ উগড়ে দিয়েছেন গোটা বিষয়টি নিয়ে। তাদের অভিযোগ এই রাস্তা সংস্কারের জন্য বহুবার শাসক দলের নেতৃত্ব সহ বিধায়ককে জানানো হলেও কোন সুরাহা হয়নি। অভিযোগ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এলাকাবাসীদের দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার জন্য রাস্তা সংস্কার করা হবে বলে ভূমি পূজন করেছিলেন। ভোট শেষ রাস্তা সংস্কারও শেষ। কারণ ভোট শেষে বিধায়কের আর সেই এলাকায় যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। 

 গর্জনমুড়া গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের মেম্বারের অভিযোগ, বহুবার শাসকদলের নেতৃত্ব সহ পঞ্চায়েত প্রতিনিধিদের রাস্তা সংস্কার করার জন্য জানানো হয়েছে। কিন্তু কোন আমল হয় নি। আরো অভিযোগ এ রাস্তা দিয়েই প্রতিদিন স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা যাতায়াত করে। কোন অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছাতে হলে এই রাস্তা দিয়ে গাড়ি চালক আসতে চায় না, যার ফলে অন্য বিকল্প রাস্তা অবলম্বন করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে হচ্ছে। এদিকে কৃষি প্রধান এলাকা গর্জনমুড়ার কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করার জন্য অন্যত্র এলাকা দিয়ে ঘুরে যেতে হয়। যার ফলে তাদের খরচ পড়ে বিশাল সংখ্যক। এলাকার রাস্তা সংস্কারের আশায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসীরা। অবিলম্বে নির্দিষ্ট দপ্তরকে এই এলাকার রাস্তা সংস্কারের কাজে হাত লাগাবার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। না হলে অন্য পথ অবলম্বন করারও হুশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *