করাচি, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : পাকিস্তানের সিন্ধু প্রদেশের জাঙ্গি সুবজওয়াই গোথ গ্রামে রকেট শেল নিয়ে খেলার সময় জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বুধবার ঘটনায় মৃত্যু হয়েছে চার শিশু সহ অন্তত আটজনের।
জানা গিয়েছে, একটি বাড়িতে শিশুরা রকেট লঞ্চারের শেল নিয়ে খেলছিল। সেই সময় আচমকাই তাতে বিস্ফোরণ হয়। কাশমোর-কান্ধকোটের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) রোহিল খোসা বলেছেন, শিশুরা খেলার সময় একটি রকেটের শেল খুঁজে পেয়ে তা বাড়িতে নিয়ে আসে। সেখানে তাতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে একই পরিবারের চার শিশু, দুই মহিলা সহ মোট আটজন নিহত হয়েছেন। এসএসপি আরও বলেছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত চলছে। রকেট লঞ্চার কীভাবে জাঙ্গি সুবজওয়াই গোথ গ্রামে পৌঁছেছিল সে বিষয়ে প্রশাসনের তরফে রিপোর্ট তলব করা হয়েছে।