কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : বুধবার সকালে কৈখালীর সংহতি পার্ক এলাকার একটি বাড়ির ভেতর থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তাঁর নাম রানি সুরানা। এই রহস্যমৃত্যু নিয়ে সন্দেহ ঘনাচ্ছে এলাকায়।
জানা গিয়েছে বুধবার সকালে এয়ারপোর্ট থানায় কর্তব্যরত পুলিস অফিসারের কাছে একটি খবর আসে। জানানো হয়, একটি বাফির দরজার নিচ দিয়ে চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় এয়ারপোর্ট থানার পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে আর এক অত্যাশ্চর্য ঘটনা। বাড়ির মালিক রিশা রায় জানিয়েছে, মঙ্গলবার রাতে হাত কাটা অবস্থায় ওই মহিলা তিনতলায় মালিকের ফ্ল্যাটে গিয়েছিলেন। সেই সময় ঘটনার গুরুত্ব বুঝতে না পেরে মালিক রিশা রায় পুলিসকে কোনও কিছুই জানাননি।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় রহস্য দানা বাঁধছে। রানি সুরানার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠছে কেন বাড়ির মালিক মৃত ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় দেখেও পুলিসকে খবর দিলো না? এই ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিস।
বিধাননগরের ডিসি জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে দেখে আত্মহত্যা বলেই মনে হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বলা সম্ভব হবে কী হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে’।