আগরতলা, ২৬ সেপ্টেম্বর : যথাযোগ্য মর্যাদায় রাজ্যভিত্তিক তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালিত হয়েছে। আজ ড্রপ গেটস্থিত বিদ্যাসাগরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা।
এদিন দীপক মজুমদার বলেন, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করেছেন। আগামী ভবিষ্যতের কাছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহিত্য, কৃষ্টি তুলে ধরাই হল একমাত্র উদ্দ্যেশ্য। বিশেষ ব্যক্তিত্বদের জীবনী আগমী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাছে বলে জানান তিনি।