যোরহাট (অসম), ২৬ সেপ্টেম্বর (হি.স.) : যোরহাটে অবস্থিত বায়ুসেনা হাসপাতালে সংগঠিত আর্থিক কেলেংকারির সঙ্গে জড়িত অভিযোগে আটক করা হয়েছে আরও দুজনকে। সংগঠিত দুর্ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সোমবার জনৈক জুপিতরা কলিতা এবং তাঁর স্বামী অরুণ দেকে গ্রেফতার করা হয়েছিল। আজ মঙ্গলবার জুপিতরার বাবা এবং জয়ন্ত পাঠক নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
জুপিতরা কলিতা ছিলেন যোরহাট বায়ুসেনার হাসপাতালে ঠিকাভিত্তিক কৰ্মচারী। সংগঠিত কংলেংকারির সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ গতকাল গ্ৰেফতার করেছিল জুপিতরা কলিতা এবং তাঁর স্বামী অরুণ দেকে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালে ওষুধ সরবরাহকারী সিমেনস হেল্থ কেয়ার প্ৰাইভেট লিমিটেডকে প্রদেয় ৭৯ লক্ষ টাকা জালিয়াতি করে জেপি এন্টারপ্ৰাইজ নামের অন্য এক প্ৰতিষ্ঠানের অ্যাকাউন্টে দিয়েছেন। এর বিনিময়ে এই দুজন কমিশন হিসেবে নিয়েছন ১০ লক্ষ টাকা।
এই দুজনকে গ্ৰেফতার করে তিনদিনের জিম্মায় নিয়েছে যোরহাট পুলিশ। জিজ্ঞাসাবাদে জুপিতরা কলিতা এবং স্বামী অরুণ দের স্বীকারোক্তির ভিত্তিতে আজ জুপিতরার বাবা এবং জয়ন্ত পাঠক নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।