নকশালদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে কংগ্রেস : সম্বিত পাত্র

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেছেন, “কংগ্রেস নকশালদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। তাঁরা ছত্তিশগড়ে কেন্দ্রীয় প্রকল্পগুলিকে অবরুদ্ধ করেছে। কংগ্রেস ধর্মান্তর বিরোধী আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা ছত্তিশগড়ের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কংগ্রেসকে আয়না দেখাবে ছত্তিশগড়।”

সম্বিত পাত্র আরও বলেছেন, “ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের অধীনে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে… রাজ্যে কংগ্রেস সরকারের অধীনে খনি মাফিয়া এবং অপরাধীদের অবাধে চলতে দেওয়া হয়। কোভিডের সময় সেস কোথায় সংগ্রহ করা হয়? ছত্তিশগড়ে কংগ্রেস সরকারের অধীনে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উদ্দেশ্যে সম্বিত বলেছেন, “আমি রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করতে চাই, কোভিড চলাকালীন সেস কোথায় সংগ্রহ করা হয়েছে? রাজ্যে কংগ্রেস সরকারের অধীনে মাইনিং মাফিয়া এবং অপরাধীদের অবাধে চলতে দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *