ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। জাতীয় অনূর্ধ্ব ১১ দাবা প্রতিযোগিতার আসরে এবার ত্রিপুরা থেকে চারজন দাবারু অংশ নিতে যাচ্ছে। আগামী ১ থেকে ৭ অক্টোবর মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হচ্ছে এবারকার জাতীয় অনূর্ধ্ব ১১ দাবা প্রতিযোগিতা। ৪ সদস্য বিশিষ্ট ত্রিপুরা দল আগামী ২৮ সেপ্টেম্বর অংশগ্রহণ করার জন্য আগরতলা থেকে রওয়ানা হচ্ছে। রাজ্য দলের দাবারুরা হলো: আরাধ্যা দাস, অঙ্কিতা সরকার, প্রাঞ্জল দেবনাথ, শাক্য সিংহ মোদক। দাবারুদের অধিকাংশই ম্যাট্রিক্স চেস একাডেমির সদস্য। কোচ, কর্মকর্তাদের প্রত্যেকেই রাজ্য দলের সাফল্য প্রত্যাশা করছেন।