নদিয়া, ২৫ সেপ্টেম্বর (হি স)। ঘরের ভিতরে গলা কাটা অবস্থায় পড়ে ছিলেন মহিলা। পাশেই হাত কাটা নাবালকের। সারা ঘরে যেন রক্তের স্রোত বইছে। পুলিশ কর্মীরাও দেহ উদ্ধারে ঘরে ঢুকে শিউরে উঠছেন।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ায়। জানা গিয়েছে,বঁটি দিয়ে মহিলার গলা, সৎ ছেলের হাত কেটে খুন ব্যক্তির। নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা দু’নম্বর গ্রাম পঞ্চায়েত পড়ুয়ার নিমতলা পাড়া এলাকার ঘটনা।
সূত্রের খবর, মৃতের নাম শুক্লা বিশ্বাস ও বাপি বিশ্বাস। বাপি সপ্তম শ্রেণির পড়ুয়া। জানা গিয়েছে, বছর ছ’য়েক আগে দ্বিতীয়বার বিয়ে করেন শুক্লাদেবী। সুফল বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। ছেলে বাপিকে নিয়ে দ্বিতীয় পক্ষের শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি। পেশাগত কারণে বাইরে থাকতেন সুফল।
রবিবার রাত্রিবেলা বাড়িতে আসেন সুফল। জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, তখনই বঁটি দিয়ে স্ত্রীর গলা কেটে দেন অভিযুক্ত। মায়ের অবস্থা দেখে ছেলে বাধা দিতে এলে তারও হাত কেটে নেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তাহেরপুর থানার পুলিশ। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত স্বামী।