প্রদেশ বিজেপি কার্যালয়েপন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৮ তম জন্মদিন উদযাপিত

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে প্রধান কার্যালয়ে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 108 তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা,  বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ রাজ্য নেতৃত্বরা।

 এদিন দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেছেন মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি সহ দলের কার্যকর্তারা।  এছাড়াও এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা দীনদয়াল উপাধ্যায়ের জীবনী নিয়ে আলোচনা করেছেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অন্ত্যোদয়ের আদর্শ জনসেবার ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে কাজ করে।

ভারত মাতার প্রতি তাঁর নিঃস্বার্থ সেবার ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে আজ  বিজেপি সরকার সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে বদ্ব পরিকর।সমাজের অন্তিম ব্যক্তিদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজেপি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *