পন্ডিত দীনদয়াল উপাধ্যায়কে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন জে পি নাড্ডার

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স) : পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন জে পি নাড্ডা।

জেপি নাড্ডা এক্স-এ লিখেন, “আমি অখণ্ড মানবতাবাদের অগ্রদূত এবং ভারতীয় জনতা পার্টির অনুপ্রেরণা, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়কে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করছি ৷ আপনার তপস্বী জীবন এবং অন্ত্যোদয়ের সংকল্প ভারতীয় সমাজের অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির জন্য সর্বদা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”

নাড্ডার পাশাপাশি অনেক নেতা বিজেপি সদর দফতরে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে পোস্ট করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *