করিমগঞ্জের ইচা‌বি‌লে দুই অটোর সংঘ‌র্ষে আহত ব্যক্তির মৃত্যু

বাজারিছড়া (অসম), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন ইচাবিল এলাকার পুটিয়াখালে দুদিন আগে সংঘটিত দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে আহত‌দের ম‌ধ্যে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নিহত ব্যক্তিকে বছর ৫৫-এর জনৈক তৈয়বুর রহমান বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, র‌বিবার রাতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তৈয়বুর রহমান। নিহত তৈয়বুরের স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে সহ বহু আত্মীয়স্বজন রয়েছেন। প‌রিবা‌রের একমাত্র উপার্জনকা‌রী ব্যক্তির এভাবে অকালমৃত্যুতে তাঁর প‌রিবার অসহায় হ‌য়ে পড়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা প্রায় ৬.৪০ মিনিট নাগাদ বাজা‌রিছড়া থানাধীন কটামণি অভিমুখী একটি অটো রিকশার সঙ্গে বিপরীত দিক আগত আরেকটি অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই অটো রিকশার মোট চার যাত্রী গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা আহত‌দের উদ্ধার করে চি‌কিৎসার ব্যবস্থা ক‌রেন। তাঁদের মধ্যে নাসিম উদ্দিন (২৫) ও তৈয়বুর রহমান (৫৫)-‌কে উন্নত চি‌কিৎসার জন্যব মাকুন্দা থেকে শিলচর মেডিক্যালে রেফার করা হয়। বাকি আহত‌ রাফিয়া বেগম (১২) ও খালেদা বেগম (১৯)-এর চি‌কিৎসা চল‌ছে মাকুন্দা হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *