ইটানগর, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : অরুণাচল প্রদেশের দেওমালিতে কর্মরত শ্রমিকদের উপর গাছ পড়ে মৃত্যু হয়েছে দুজনের। নিহত দুই শ্রমিক অসমের বাসিন্দা। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক।
ঘটনা শনিবার রাতে সংঘটিত হয়েছে। অয়েল ইন্ডিয়ার এক সাৰ্ভে কোম্পানির হয়ে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্ৰমিক। সে সময় আচমকা লাগোয়া পাহাড় থেকে প্রকাণ্ড একটি গাছ তাঁদের উপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন দুজন। তাঁরা অরুণাচল প্রদেশ সংলগ্ন অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত ডুমডুমার বাসিন্দা মিনাকান্ত দেউরি এবং দলেন্দ্ৰ দেউরি।
এদিকে আহত পাঁচজনকে ডিব্ৰুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।