হানঝাউ, ২৪ সেপ্টেম্বর(হি.স.) : কিছুদিন আগে পুরুষদের এশিয়া কাপের ফাইনালে রোহিত শর্মার ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম বার এশিয়া সেরা হয়েছে। এ বার আরও একটা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা । আর সেটা হবে এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের ফাইনালে। রবিবার এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে প্রথম সেমিফাইনালে স্মৃতি মান্ধানার ভারত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে শ্রীলংকা। আগামিকাল সোনার পদকের শেষ লড়াইয়ে নামবে ভারত ও শ্রীলঙ্কা।
2023-09-24