দক্ষিণ দিনাজপুর, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরবঙ্গ ভারত-বাংলাদেশ সীমান্তের রায়গঞ্জ সেক্টরের অধীনে বিএসএফ-এর ৫৭ তম ব্যাটালিয়নের জওয়ানরা বিপুল পরিমাণ গাঁজা সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে। ধৃত ভারতীয় নাগরিকের নাম লিটন দাস (৩৩)। রবিবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় টহলরত জওয়ানদের হাতে সন্দেহজনক অবস্থায় ধরা পড়ে এক ভারতীয় নাগরিক। ওই ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযুক্তরা গোপনে ভারত থেকে বাংলাদেশে গাঁজা পাচারের চেষ্টা করছিল। বাজেয়াপ্ত গাঁজাসহ ধৃতকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পতিরাম থানায় হস্তান্তর করা হয়েছে।