নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। একই তকমা পেয়েছে কর্ণাটকের হোয়সালা মন্দির। আর তাতেই খুশি ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানের ১০৫-তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এটা অত্যন্ত গর্বের বিষয় যে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জড়িত শান্তিনিকেতন এবং কর্ণাটকের হোয়সালা মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে। আমাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত পাওয়া ভারতেরই প্রচেষ্টা।”
মন-কি-বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমাদের দেশে শিক্ষাকে একটি সেবা হিসেবে দেখা হয়… নৈনিতাল জেলার যুবকরা শিশুদের জন্য একটি অনন্য ‘ঘোদা লাইব্রেরি’ চালু করেছে। এমনকি সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলেও বই পৌঁছে যাচ্ছে শিশুদের কাছে এবং শুধু তাই নয়, পরিষেবাটি একেবারে বিনামূল্যে। হায়দরাবাদের ১১ বছর বয়সী মেয়ে আকরশানা, শিশুদের জন্য সাতটি লাইব্রেরি পরিচালনা করেন৷ তিনি যেভাবে শিশুদের ভবিষ্যৎ গঠনে অবদান রাখছেন, তা অনুপ্রেরণাদায়ক।”