আগামী ৩০ সেপ্টেম্বর ১২ ঘন্টার বনধ ডাকল তিপরা মথা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: আগামী ৩০ সেপ্টেম্বর ১২ ঘন্টার ত্রিপুরার এডিসি এলাকায় বনধের ডাক দিয়েছে তিপরা মথা । এডিসি এলাকায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বনধ। আজ রাজবাড়িতে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মন। 

এদিন শ্রী দেববর্মন বলেন, তিপ্রাসাদের দাবিগুলো পূরণ করার জন্য কেন্দ্রীয় সরকারের উপর চাপ বজায় রাখতে হবে। তাই আগামী ৩০ সেপ্টেম্বর ত্রিপুরা বনধের সিদ্ধান্ত নিয়েছে দল। তাই সমস্ত তিপ্রাসাদের একজোট হয়ে আন্দোলনে নামার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।