ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে রাজ্যের বিভিন্ন ক্রিকেট কোচিং সেন্টারে গিয়ে এই বিশ্বকাপ ক্রিকেট ও ক্রিকেট নিয়ে উৎসাহ জুগিয়ে যাবার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে আজ অরুন্ধতী নগর কোচিং সেন্টারে এমনই একটি অনুষ্ঠান হয়। অরুন্ধতী নগর কোচিং সেন্টারের উদ্যোগে সেখানে ক্রিকেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য ও রাজ্য ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক অরূপ দেববর্মা। উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার পার্থ মজুমদার ও অঙ্কুর দেববর্মা। কুইজ নিয়ে দশজন তরুণ ক্রিকেটারকে পুরস্কৃত করা হয়। সভায় সভাপতিত্ব করেন অরুন্ধতী নগর কোচিং সেন্টারের সভাপতি শ্রীমতী চন্দনা দত্ত ও ঐ সেন্টারের কোচ খোকন দে।
2023-09-23