ঝাড়্গ্রাম, ২২ সেপ্টেম্বর (হি. স.) : স্কুল যাওয়ার সময় এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ আট বছর পর এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত। এই ঘটনায় অভিযুক্ত আরও দুই ব্যক্তিকে বেকসুর খালাস দেন বিচারক।
জানা গিয়েছে ২০১৫ সালের ৩ মার্চ বেলিয়াবেড়া থানার এলাকার এক নাবালিকা স্কুলে যাওয়ার নিখোঁজ হয়ে যায়। পরে ৪ মার্চ বেলিয়াবেড়া থানায় দেবাশীষ পড়িয়্যা, স্বপন পড়িয়্যা ও সাবিত্রী পড়িয়্যার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের লোকজনেরা। পরে মূল অভিযুক্ত দেবাশীষ পড়িয়্যার মামা বাড়ি কেশিয়াড়ী থেকে নাবালিকাকে উদ্ধার করেন পুলিশ। পরে ২৮ আগস্ট ২০১৫ সালে তিন জনের নামে চার্জশিট পেশ করেন। এবং অভিযুক্ত ব্যক্তিরা আগাম জামিনে মুক্তি পেয়েছিলেন। এরপর দীর্ঘ ৯ বছর ধরে মামলা চলার পর ৭ জনের সাক্ষ্য গ্রহনের পর বৃহস্পতিবার ঝাড়্গ্রাম জেলা এডিশলান ডিস্ট্রিক্ট জার্জ অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে নিজেদের হেপাজতের নেয়। শুক্রবার তার তিন বছরের সাজা ও দশ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও তিন মাসের সাজা ঘোষণা করেন আদালত।
2023-09-22