অমৃত কলস যাত্রার ফটো ও ভিডিও আপলোড করার জন্য পোর্টাল জারি

করিমগঞ্জ (অসম) ২২ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ থেকে দ্বিতীয় পর্যায়ের “মেরী মাটি মেরা দেশ” অভিযানের অধীনে “অমৃত কলস যাত্রার” প্রতিটি কার্যক্রমের ফটো ও ভিডিও আপলোড করার জন্য পোর্টাল জারি করা হয়েছে। এতে জেলার প্রতিটি অনুষ্ঠানের ফটো ও ভিডিও http://merimaatimeradesh.gov.in এবং https://yuva.gov.in/meri_mati_mera_desh এই দুইটি পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। পাশাপাশি, এই অনুষ্ঠানে যথাযোগ্য মর্যাদা সুনিশ্চিত করে জাতীয় পতাকা প্রদর্শন এবং নিয়ে চলতেও বলা হয়েছে। এদিকে নতুন দিল্লিতে অনুষ্ঠিত অমৃত কলস যাত্রার মূল অনুষ্ঠানের জন্য কলস সহজতরভাবে পরিবহন করতে অমৃত কলসের ওজন দুই থেকে আড়াই কেজির অতিরিক্ত যাতে না হয় তা সুনিশ্চিত করতেও বলা হয়েছে।