আগরতলা ২২ সেপ্টেম্বর: প্রজাপিতা ব্রহ্মকুমারী ত্রিপুরা এবং বাংলাদেশের ইনচার্জ কবিতা বেহেনজি শুক্রবার প্রয়াত হয়েছেন। তাঁর মরদেহ বনমালীপুর ও আড়ালিয়া আশ্রমে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সস্ত্রীক প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অগনিত ভক্ত, গুনমুগ্ধ এবং বিশিষ্টজনেরা।
আড়ালিয়া প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঐশ্বরিয় মহাবিদ্যালয়ে গিয়ে প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, সস্ত্রীক প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বলেন, প্রজাপিতা ব্রহ্মকুমারী ত্রিপুরা এবং বাংলাদেশের ইনচার্জ কবিতা বেহেনজি আজ বেসরকারি হাসপাতালে দেহত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত হয়েছেন তিনি। ঈশ্বরের কাছে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন মুখ্যমন্ত্রী।