কলকাতার ডেঙ্গি নিয়ে রাজীতির চাপান উতোর

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) ছ ডেঙ্গি আতঙ্কে একদিকে যখন কলকাতা বাসীদের মধ্যে ত্রাহি ত্রাহি অবস্থা, তখন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র এই পরিস্থিতির দায় চাপিয়েছেন বাম আমলের ওপর। উল্টোদিকে গোটা পরিস্থিতির মাঝে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

মেয়রের বক্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছেন তথা বাম নেতা তথা সাসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। কলকাতার পুরসভার প্রাক্তন মেয়র বিকাশবাবুর পাল্টা, ‘গত ১০ বছর ধরে দায়িত্বে আছেন, তারপরও এই সমস্ত কথা বলছেন। বলতে হয়, অপদার্থরা দায়িত্বে। পদত্যাগ করুন, অনেক কাজের লোক রয়েছে।”

বিকাশবাবুর বক্তব্য, “আমরা কলকাতা পুরসভার দায়িত্বে থাকার সময়ও ডেঙ্গি সামলেছি। তার আগে তো সুব্রত মুখোপাধ্যায় দারুণ কাজ করেছিলেন বলে তৃণমূল দাবি করে, আমরা তো বলিনি উনি কাজ করেননি। তাহলে আমাদের সময় যখন ডেঙ্গি সামলাতে হচ্ছিল, তখন তো আমরাও আক্রমণ করতে পারতাম।’’