গণপতি বাপ্পা দর্শনে মুম্বই সফরে যাচ্ছেন অমিত শাহ, যোগ দেবেন লক্ষ্মণ রাও ইনামদার মেমোরিয়াল স্মারক বক্তৃতায়

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): গণেশ উৎসবে যোগদান করতে শনিবার (২৩ সেপ্টেম্বর) মুম্বই সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আগামীকাল দুপুর ২টায় মুম্বই বিমানবন্দরে পৌঁছানোর পর অমিত শাহ বিকাল ৩ টায় লালবাগের রাজাকে দেখতে যাবেন। এরপর তিনি মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বাপ্পাকে দর্শন করবেন।
এরপর সাড়ে ৫টায় মুম্বই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মণ রাও ইনামদার মেমোরিয়াল স্মারক বক্তৃতায় যোগ দেবেন এবং ৭টায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন। মুম্বই বিশ্ববিদ্যালয় এবং সহকার ভারতী আয়োজিত লক্ষ্মণ রাও ইনামদার মেমোরিয়াল স্মারক বক্তৃতার কথা অমিত শাহ তাঁর নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে শেয়ার করেছেন।