বারুইপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী

বারুইপুর, ২২ সেপ্টেম্বর (হি. স.) : গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ সোহেল ওরফে প্রেম চোপড়া। বৃহস্পতিবার রাতে বারুইপুর থানার মল্লিকপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক, এক রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন। এলাকায় সন্ত্রাস করার জন্যই সে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল বলেই পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে। এর আগেও একাধিক অভিযোগ জেলার বিভিন্ন থানায় রয়েছে এই অভিযুক্তের বিরুদ্ধে। ধৃতকে গ্রেফতার করে নিয়ে আসার সময় অভিযুক্তের পরিবারের সদস্যরা বাধা দেওয়ায় এই ঘটনায় আরও এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বারুইপুরের এসডিপিও অতিশ বিশ্বাস বলেন, “ বারুইপুর সহ জেলার বিভিন্ন থানায় আগে থেকেই এর বিরুদ্ধে নানা অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে গোপনসূত্রে খবর পেয়েই পুলিশকর্মীরা তল্লাশি চালিয়ে একে গ্রেফতার করেছে।” ধৃতকে এদিন বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।