রাজ্যসভায় পেশ মহিলা সংরক্ষণ বিল, মেঘওয়াল বললেন নারীর ক্ষমতায়নের জন্য এই বিল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): লোকসভায় পাশের পর বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ করা হয়েছে মহিলা সংরক্ষণ বিল। বৃহস্পতিবার রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, নারীর ক্ষমতায়নের জন্য এই বিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেছেন, “যে মহিলা সংরক্ষণ বিল আমরা প্রস্তাব করছি তা ৩৩০ ধারায় একটি সংশোধনী, এই সংরক্ষণ অনুভূমিক এবং উল্লম্ব উভয়ই।”

তিনি বলেছেন, “আমি যে সাংবিধানিক সংশোধনী বিল নিয়ে এসেছি, তার মাধ্যমে ৩৩০ অনুচ্ছেদ, ৩৩২ অনুচ্ছেদ এবং ৩৩৪ অনুচ্ছেদে একটি ধারা সন্নিবেশ করা হবে। এর মাধ্যমে লোকসভা এবং দেশের সমস্ত রাজ্য বিধানসভায় এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত হবে। এটি একটি বড় পদক্ষেপ।

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আরও বলেছেন, “তফসিলি জাতি ও তফসিলি উপজাতি মহিলাদেরও এর আওতায় সংরক্ষণ থাকবে। সুতরাং, আদমশুমারি এবং সীমাবদ্ধতা গুরুত্বপূর্ণ, বিলটি পাস হওয়ার সঙ্গে সঙ্গেই আদমশুমারি এবং সীমানা নির্ধারণ করা হবে। এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া। কোন আসনে মহিলারা থাকবেন, তা নির্ধারণ করবে ডিলিমিটেশন কমিশন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *