নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): যাঁদের প্রশ্ন করার তাঁরা শুধু প্রশ্নই করবে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে বললেন বিজেপি সাংসদ ও প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী। বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেমা মালিনী বলেছেন, “যাঁদের প্রশ্ন করার, তাঁরা শুধু প্রশ্নই করবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। তিনি এমন করেছেন যা আগে কখনও হয়নি। আমাদের সকলের উচিত তাঁকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো। তাঁরা একটা দূরদৃষ্টি আছে।”
হেমা মালিনী আরও বলেছেন, “অন্য সবাই কথা বলতে থাকে, কিন্তু সাহস দেখায়নি (মহিলা সংরক্ষণ বিল নিয়ে)। আমাদের সকলের উচিত প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানানো। ভারতের সমস্ত মহিলা তাঁর পাশে আছেন।”

