আগরতলা, ২১ সেপ্টেম্বর।। ঘটনার বিবরনে জানাযায় জোলাইবাড়ী ফাঁড়ী থানার অধীনে এক নাবালিকা নিখোঁজ হলে গত ১৭ ই সেপ্টেম্বর জোলাইবাড়ী ফাঁড়ী থানায় লিখিত অভিযোগ জানায় তার পরিবারের সদস্যরা। অভিযোগ হাতে পেয়ে নাবালিকাকে খোঁজার চেষ্টা চালায় জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ ও বাইখোড়া থানার পুলিশ। অবশেষে নাবালিকা নিখোঁজ হবার বিষয়টি জানতে পারে বাইখোড়া থানার এস আই শিবশঙ্কর সাহা। তিনি ঘটনাটি জানার পর অল্প কিছু সময়ের মধ্যে তদন্তের মাধ্যমে আগরতলার শিলটিলা এলাকা থেকে নাবালিকাটিকে উদ্ধার করে নিয়ে আসে ও পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়। ঘটনায় এলাকা জুড়ে এস আই শিব শঙ্কর সাহার প্রশংসা শোনা যাচ্ছে।
জানা গেছে এলাকার উন্নয়নে তিনি সর্বদাই দায়িত্ব পালন করে থাকেন। শান্তিরবাজার মহকুমার যুবকদের নেশার করাল গ্রাস থেকে মুক্তি দিতে বিশেষ পদক্ষেপ গ্রহন করছে শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। মহকুমাশাসক নেশামুক্ত ত্রিপুরা গঠনে প্রতিনিয়ত সচেতনতা শিবির করে যাচ্ছেন ও যুবকদের সঠিক পথে ফিরিয়ে আনতে সরকারি অর্থ ব্যায় করে নেশাগ্রস্থ যুবকদের নেশামুক্তি কেন্দ্রে প্রেরন করার সিদ্ধান্ত নিয়েছেন। মহকুমা শাসকের সিদ্ধান্ত অনুযায়ী বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস ও এস আই শিবশঙ্কর সাহার যৌথ প্রচেষ্টায় বাইখোড়া থানার অধীনে যে সকল যুবক নেশার সাথে যুক্ত হয়ে প্রতিনিয়ত চুরি করে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে ৬ জনকে শান্তির বাজার নেশামুক্তি কেন্দ্রে প্রেরন করা হয়। শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, ওসি বিষ্ণু চন্দ্র দাস ও এস আই শিবশঙ্কর সাহার এইধরনের প্রচেষ্টাকে সকলে সাধুবাদ জানিয়েছেন।