আগরতলা, ২১ সেপ্টেম্বর।। গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশী টাকা, নেশা সামগ্রী সহ বিভিন্ন আনুসাঙ্গিক জিনিসপত্র উদ্ধার। রাজনগর পি আর বাড়ি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশী টাকায় ১০ লক্ষ ৪৮ হাজার ২৫০ টাকা সহ দুইটি ওয়াকি টকি ,দুটি দূরবীন ও ৪৫০ বোতল কফ সিরাপ , ছয় কেজি গাঁজা, ১৫০ টি বিলাতি মদের বোতল উদ্ধার করে পুলিশ। পুলিশ ও বিএসএফের ৬৯ ব্যাটেলিয়ানের যৌথ উদ্যোগে এই অভিযান চলে। রাজনগর ব্লকের একিনপুরের তেবারিয়া মুসলিম পাড়ার বাসিন্দা জাপান মিয়ার বাড়িতে চলে এই অভিযান । দীর্ঘ কয়েক ঘণ্টা অভিযানের পর জাপান মিয়ার বাড়ি থেকে বাংলাদেশী টাকা সহ অবৈধভাবে মজুত করে রাখা নেশাসামগ্ৰী উদ্ধার করে পুলিশ। সেই সাথে পুলিশ জাপান মিয়াকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত টাকা সহ অবৈধ সামগ্ৰী রাজনগর পি আর বাড়ি থানাতে নিয়ে আসে । পুলিশ এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে রাজনগর পিআরবাড়ি থানাতে যার নম্বর পি আর বি – ২০২৩/০৬৩। আজ দুপুরে জাপান মিয়াকে রাজনগর পিআরবাড়ি থানা থেকে বিলোনিয়া দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে। জাপান মিয়ার সাথে আর কে কে জড়িত থাকতে পারে , কোথায় পেল এতো বাংলাদেশের টাকা, কি কারনে তার কাছে এই বাংলাদেশের টাকা তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে । পুলিশ রিমান্ডে নিলেই আসল তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত।
2023-09-21

