আগরতলা, ২১ সেপ্টেম্বর: মেরি মাটি মেরা দেশ অভিযানের অঙ্গ হিসেবে সারা রাজ্যের গ্রামাঞ্চলে চলছে বাড়ি বাড়ি থেকে মাটি বা চাল সংগ্রহের অভিযান। নেহেরু যুব কেন্দ্রের সিপাহীজলা জেলার যুব স্বেচ্ছাসেবকরাও জেলার অন্তর্গত বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মাটি ও চাল সংগ্রহ করছেন । নেহেরু যুব কেন্দ্রের -এর জেলা যুব আধিকারিক কুনাল গৌতম জানান, “মেরি মাটি মেরা দেশ ” কর্মসূচির দ্বিতীয় পর্যায় এখন চলছে, যেখানে কলস যাত্রার মধ্য দিয়ে অমৃত ক্লোসে করে এই মাটি ও চাল সংগ্রহ করছেন স্বেচ্ছা সেবকরা। তিনি জানিয়েছেন গোটা সেপ্টেম্বর মাস ব্যাপী চলবে কলস যাত্রাপর্যায়ের কর্মসূচি। এই কর্মসূচিতে কর্মরত বিএসএফ ,সি আর .পি.এফ জোয়ানদের পাশাপাশি বিভিন্ন স্কুলের এন.এস .এস ইউনিটের স্বেচ্ছাসেবকরাও নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবকদের সঙ্গে এ কাজে সামিল হয়েছে বলে জানিয়েছে কুনাল গৌতম।
2023-09-21