আগামীকাল থেকে ত্রিপুরায় ঢুকবে ইলিশ, দূর্গোৎসবে আপাতত ১৫০ টনের মিলেছে অনুমতি

আগরতলা, ২১ সেপ্টেম্বর : মাছের রাজা ইলিশ। নাম শুনলেই জিভে জল আসে বাঙালির। দূর্গোৎসবের মুহুর্তে তাই ত্রিপুরাবাসীর রসনা তৃপ্তির জন্য রাজ্যে আসছে ইলিশ। গতবছরও বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসেছে ওই স্বর্ণালী মাছ। আপাতত ত্রিপুরায় বাংলাদেশ থেকে ১৫০টন ইলিশ মাছ আমদানির অনুমতি মিলেছে। আগামীকাল থেকেই ত্রিপুরায় ঢুকবে ইলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *